ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ওজিলকে নিয়ে মাঠে জার্মানি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ১৭ জুন ২০১৮ | আপডেট: ২২:৫৭, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

২০১৪ শিরোপা জয়ী জার্মানি। বর্তমানে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষস্থানও ধরে রেখেছে দলটি। দুর্দান্ত খেলছে দলও। কিন্তু হঠাৎ করেই গত এক মাসে বদলেছে অনেক কিছু। তুরুস্কের প্রেসিডেন্টের সঙ্গে ওজিল-গুন্ডুমানের দেখা করা নিয়ে দলে কিছুটা কোন্দল। এরপর যোগ হয়েছে ওজিলের ইনজুরি। সবমিলে দুঃসময় পার করছিলেন ওজিল। 

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। ওজিলকে নিয়েই মাঠে নেমেছে জার্মানি। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৯.০০টায় মুখোমুখি মেক্সিকো-জার্মানি।

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই মেক্সিকোও। প্রস্তুতি ম্যাচে জয় পায়নি কোন ম্যাচেই। কিন্তু মেক্সিকো বরাবরই জায়ান্ট কিলার। বিশ্বকাপের আসরে ভিন্ন ফুটবলই খেলে দলটি। তাই পাশা বদলে যেতে পারে যখন তখন।

জার্মানি একাদশ

মানুয়েল নয়্যার, মারভিন প্লাটেনহার্ট, ম্যাটস হামেলস, সামি খেদিরা, হুলিয়ান ড্রাক্সলার, টনি ক্রুস, টিমো ভার্নার, মেসুত ওজিল, টমাস ম্যুলার, জেরোমে বোয়াটেং, জশোয়া কিমিচ।

মেক্সিকো একাদশ

গুইয়েরমো ওচোয়া, হুগো আয়ালা, মিগেল লাইউন, কার্লোস ভেলা, কার্লোস সালসেদো, হাভিয়ের হার্নান্দেজ, হেক্তর মোরেনো, হেক্তর হেরেরা, আন্দ্রেস গুয়ারদাদো, হারভিং লোসানো, হেসাস গাইয়ারদো।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি